স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার জেলা শিশু একাডেমীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার ৬ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তুরের ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৯ টি দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
জেলা পর্যায়ের এ বিজয়ী দল আগামী ৫ মার্চ খুলনার পাবলিক কলেজে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বনদ্বীতা করবে। জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
মোঃ জাহিদুর রহমান তারিক
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ