মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ‌ ‘জয় বাংলা শ্লোগান’। পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস তুলে ধরতে জাতীয় ফুল ও ফলের ন্যায় ‌‌’জয় বাংলা’কে ও জাতীয় স্লোগান হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

এসব মত দিয়েছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান কৌসুলী সৈয়দ রেজাউর রহমান। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবিতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানিতে তিনি আজ এসব মূল্যায়ন তুলে ধরেন।

উচ্চ আদালতের জ্যেষ্ঠ এই আইনজীবী আরো বলেন, মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগানের মাধ্যমে মৃত্যুর ভয়কে জয় করেছিল আর তাই মাত্র নয় মাসের যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে।

পরে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করে বিচারপতি এফ আর এম নাজমুল হাসানের নেতৃত্বাধীন দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে