বিশ্বচ্যাম্পিয়ন টিম বাংলাদেশকে বিডি টাইম্স নিউজ পরিবারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের জন্য এমন সুনাম বয়ে আনার জন্য যুব বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি কৃতজ্ঞতা। টিম বাংলাদেশকে ফাইনালে ভারতের ১৭৭ রানের জবাব দিতে নেমে ভালোই এগুচ্ছিল বাংলাদেশ। বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলে জুনিয়র টাইগাররা। কিন্তু মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায় যুবারা। তবে অধিনায়ক আকবরের ব্যাটে অবশেষে ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

ভারতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন জানিয়েছে বিডি টাইম্স নিউজের পরিবার। ইতিহাস গড়ে এই প্রথম যেকোনো ধরণের বৈশ্বিক আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ক্রিকেট দল।
বিডি টাইম্স নিউজের পক্ষ থেকে অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশ মানে মাথা নত না করা, বাংলাদেশ মানে হারার আগে হেরে না যাওয়া। যুব ক্রিকেটারদের এই জয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ১৭৭ রানের জবাবে জয় লাভ করা সহজ ছিল না যুব টাইগারদের জন্য। তবে ব্যাটিংয়ের শুরুতে ভালোই এগুচ্ছিল বাংলাদেশ। বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলে জুনিয়র টাইগাররা। কিন্তু মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায় যুবারা। তবে অধিনায়ক আকবরের ব্যাটে অবশেষে ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

খোঁড়াতে খোঁড়াতে অধিনায়ক আকবর আলির সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন ইমন। বাংলাদেশ জয় থেকে যখন ৩৫ রান দুরে তখন বিগশট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেছেন তরুণ বাঁ-হাতি ক্রিকেটার।

তবে জয় থেকে যখন মাত্র ১৫ রান দূরে। ঠিক তখনই হুড়মুড়িয়ে নামে বৃষ্টি। যাতে বন্ধ হয়ে যায় ঐতিহাসিক ফাইনাল ম্যাচের খেলা। এদিকে, আশার কথা হচ্ছে, বৃষ্টি থেমে গেছে। কাটা হয়েছে ৪টি ওভার। ফলে নতুন করে নির্ধারিত হয়ে বাংলাদেশের লক্ষ্যমাত্রা। আর তা হলো- ৪৬ ওভারে ১৭০। অর্থাৎ জিতে ইতিহাস গড়তে হলে টাইগারদের করতে হবে ৩০ বলে মাত্র ৭ রান। হাতে রয়েছে তিনটি উইকেট। হাতের নাগালে থাকা এই লক্ষ্যমাত্রা মাত্র ৭ বলেই টপকে যান রাকিবুল হাসান ও আকবর আলি। যার মধ্যে উইনিং রানসহ ৬ রানই আসে বোলার রাকিবুলের ব্যাট থেকে। তবে অন্য প্রান্তে থাকা ক্যাপ্টেন আকবরই যে আসল কারিগর, আসল নায়ক। ধ্বংসস্তুপের মধ্য থেকে আকবরই যে দলকে চ্যাম্পিয়ন করেন। তাইতো আকবর দ্য গ্রেট।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














