চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় দিনব্যাপী পিঠা উৎসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে এ পিঠা উৎসব প্রতিযোগীতার আয়োজন করা হয়।
পিঠা উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে কলেজের ১৫টি বিভাগের ১৫টি স্টলে হরেক রকমের শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। প্রতিটি স্টলে অন্তত ২ শতাধিক ভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। পরে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ