করোনাভাইরাস আতঙ্কে চীনের উহান শহরে অবস্থানরত ৩৪১ বাংলাদেশি নাগরিককে শনিবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে দেশে ফেরার পর প্রাথমিকভাবে তাদের পরীক্ষার জন্য রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ও আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এদিকে, নিজ দেশকে ঝুঁকিতে ফেলতে চান না বলে চীনে অবস্থানরত বাংলাদেশিদের কয়েকজন ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ