চ্যানেলের নাব্যতা সংকটে বাধাগ্রস্ত হচ্ছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানি। আছে সঞ্চালন লাইন নির্মাণেও ধীরগতি। এসব সংকটে আগামী মাসে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ উদ্বোধনের কথা থাকলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কলাপাড়ায় রামনাবাদ নদীর তীরে গড়ে উঠছে একাধিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। কেবল পায়রাতেই উৎপাদন হবে ২ হাজার ৬শ চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ।এসব বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বলানি বিদেশ থেকে আমদানি করা কয়লা। কিন্তু কয়লাবাহী বড় জাহাজ আসার জন্য পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে পর্যাপ্ত নাব্যতা নেই। অপেক্ষাকৃত ছোট জাহাজে ধারণ ক্ষমতার চেয়ে কম কয়লা আমদানি হচ্ছে। এতে পরিবহন ব্যায়ের পাশাপাশি বেড়েছে বিদ্যুৎ উৎপাদনের খরচ।
তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হওয়াকে সফলতা হিসেবে দেখছেন বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ। রামনাবাদ চ্যানেলের নাব্যতা বাড়াতে এরইমধ্যে ড্রেজিং করা হচ্ছে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশে স্থাপিত প্রথম তাপ বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














