স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে অটোবাইকে ছাত্রাবাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের জিয়াংসু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তুরাগের সহপাঠীরা।
তারা জানান, তুরাগ তিন বছর ধরে চীনের ‘চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে’ হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছিলো। সে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরিও করতো। ঘটনার দিন ভোর ৪টায় সে কাজ শেষে ছাত্রাবাসে ফিরছিল। পথে অটোবাইকটি দুর্ঘটনার শিকার হয়।
চিকিৎসকরা জানান, মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তুরাগের মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে। লাশ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে তুরাগের কলেজ কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























