বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলে আজ স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ভালো খেলেও হার মানতে হয়েছিলো বংলাদেশকে। সেমি ফাইনালের টিকেট নিশ্চিত করতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই জেমি ডের শিষ্যদের। শ্রীলঙ্কার বিপক্ষে তাই নিজেদের সেরাটা খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে হারের স্বাদ পাওয়া শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় মুখোমুখি হবে দুই দল।

স্পোর্টস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে