ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর মাঠে চর চারতলা প্রিন্সক্লাব এর উদ্যোগে (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে প্রিতি ফুটবল টুর্নামেন্ট চর চারতলা প্রিন্সক্লাব বনাম প্রিন্সক্লাব এ দল এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চর চারতলা গ্রামের বিশিষ্ঠ মুরুব্বি মো.মানিক মিয়ার সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট এর খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, বিশিষ্ঠ ঠিকাদার মো.আরিফুর রহমান জুয়েল।বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.শাহিন শিকদার, উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক এডভোকেট মোশারফ হোসেন,আশিক শিকদার,ইদ্রিছ মিয়া,আব্দুল জলিল,বিশিষ্ঠ ব্যবসায়ী মো.মাসুদ মো.ওমর ফারুকসহ আরোও অনেকে।চর চারতলা প্রিন্সক্লাব বনাম প্রিন্সক্লাব এ দল ফুটবল টুর্নামেন্টে খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন। খেলায় প্রথমে ১-১গোলে ড্র হয় পরে ট্রাইবেকারে ০৫-০৪ গোলে প্রিন্সক্লাব কে পরাজিত করে এ দল চ্যাম্পিয়ন অর্জন করে। খেলায় ধারাভাষ্য পরিচালনা করেন জয়নাল আবিদিন।

আশুগঞ্জ সাইলোর মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ফুটবল প্রেমী খেলাটি উপভোগ করেন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন অর্জনকারী ও রার্নাসআপ প্রিন্সক্লাব এর খেলোয়াদের হাতে তুলেদেন একটি লক্ষ টাকার গরু ।

বাবুল শিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে