মাগুরা প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৪ বারের সংসদ সদস্য ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আছাদুজ্জামানের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা আওয়ামীলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে মাগুরা ভায়নামোড় থেকে শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। নোমানী ময়দানের স্মরণসভায় জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সভায় আরো উপস্থিত ছিলেন মরহুম এ্যাড. আছাদুজ্জামানের কন্যা সাবেক মহিলা এমপি কামরুল লাইলা জলি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুন্ড, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। বক্তারা মরহুম আছাদুজ্জামানের জীবনী এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন ।

এছাড়াও শোক সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে মুরহুমের আত্নার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে