মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুম আব্দুল কাদের তার স্ত্রী, ৫ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়।

তার জানাযা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম এর নেতৃত্বে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলের করুণ সুর বেজে উঠার সাথে সাথে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেকসহ জেলা মুক্তিযোদ্ধারা ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন।

এর আগে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় এবং মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে