গুজবকে সত্যি করে অবশেষে উন্মোচিত হলো মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের নতুন সংস্করণ এসই। সোমবার ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান ‘স্পেশাল অ্যাপল ইভেন্ট’-এ এই সস্তা আইফোনটি উন্মুক্ত করা হয়।
গ্রাহকদের চাহিদা, প্রয়োজন ও পছন্দ ধরেই নতুন আইফোন আনা হয়েছে বলে জানায় অ্যাপল। নতুন আইফোনে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে। এর রেজ্যুলেশন ৬৪০*১১৩৬ পিক্সেল। মাল্টিটাচ সুবিধার ফোনটিতে ডিসপ্লে ৩২৬ পিপিআই পিক্সেল। অপারেটিং সিস্টেমে নতুন আইওএস ৯ দশমিক ৩।
ফোনটিতে রয়েছে অ্যাপল এ৯ চিপসেটের ডুয়েল কোর ১ দশমিক ৮৪ গিগাহার্টজ প্রসেসর। গ্রাফিক্স সুবিধা ভালো দিতে রয়েছে পাওয়ার ভিউআর জিটি৭৬০০ ৬ কোর গ্রাফিক্স।
ইন্টারনাল ১৬ ও ৬৪ গিগাবাইট মেমোরি সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। তবে র্যামের ক্ষেত্রে হতাশ হবেন ব্যবহারকারীরা। কারণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে মাত্র ১ গিগাবাইট র্যাম।
ভালো মানের ছবি তোলার জন্য ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে অন্ধকারে পরিষ্কার সেলফি তোলা যাবে।
ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হবে ২৪ মার্চ থেকে। আর গ্রাহকরা নতুন এই ফোন হাতে পাবেন ৩১ মার্চ। ১৬ গিগাবাইট সংস্করণের আইফোন এসই-এর দাম পড়বে ৩৯৯ মার্কিন ডলার, আর ৬৪ গিগাবাইট সংস্করণে দাম পড়বে ৪৯৯ মার্কিন ডলার।