কুষ্টিয়া প্রতিনিধিঃ কৃষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক এর আয়োজনে নিউ ইয়র্কের স্থানীয় সময় ১১ তারিখ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্ট গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি জনাব রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিশেষ করে আন্তর্জাতিকীকরণে তার পদক্ষেপ এর বিবরণ দেন এবং প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জনাব আনিসুজ্জামান সবুজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে ইবির আইন বিভাগের অধ্যাপক ডঃ মোঃ জহুরুল ইসলাম আইন বিভাগের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ল স্কুলের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল হামিদ। সমিতির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ