এসএ গেমস আর্চারির দশ ইভেন্টের সবকটিতে স্বর্ণ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। আগের দিন ছয়টি দলীয় স্বর্ণের পর আজ ব্যক্তিগত বিভাগের চারটিতেও শ্রেষ্ঠত্ব লাল-সবুজের। একক কম্পাউন্ড ও রিকার্ভ ইভেন্টের নারী ও পুরুষ দুই বিভাগে চার স্বর্ণ জিতেছেন আর্চাররা।

একটি ডিসিপ্লিনের সবকটি ইভেন্টেই স্বর্ণ জয়ের অনন্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। আর্চারিতে দশে দশ লাল-সবুজ। বিজয়ের এই উল্লাসে তাই হাসি-কান্না মিলেমিশে একাকার। আর্চারির সোনালী ফ্রেমে অমলিন হয়ে থাকবে দৃশ্যগুলো।এসএ গেমসে সোনার জুটি রোমান সানা ও ইতি খাতুন। একক, দৈত আর মিক্সড মিলে এই দুই আর্চারের হাত ধরে এসেছে মোট ৫টি স্বর্ণ। দুজনের দুই একক, আলাদাভাবে দৈত আর মিশ্রতে জুটি বেধে হয়েছেন সেরা। ৩ স্বর্ণ আছে সোহেল রানারও।রোমান সানা বিশ্ব মানের আর্চার সেটা আগেই প্রমাণ করেছেন। এসএ গেমসে হতাশ করেননি দেশ সেরা আর্চার। তিন ইভেন্টে নিখুঁত নিশানাবাজি রোমানের। এককের ফাইনালেও পাত্তা পায়নি ভুটানের কিনলে তিসেরাং। স্বর্ণ আসে ৭-১ সেট পয়েন্টে।

ইতি খাতুন ৭-৩ সেট পয়েন্টে পেছনে ফেলেন ভুটানের সোনমকে। এসএ গেমসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিন স্বর্ণ জয়ের ইতিহাস গড়েছেন ইতি।কম্পাউন্ড নারী এককে স্বর্ণ জেতেন সুমা বিশ্বাস। ফাইনালে শ্রীলঙ্কান প্রতিপক্ষকে হারান ১৪২-১৩৪ স্কোরে। তবে, রিকার্ভ পুরুষ এককে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন সোহেল রানা। শেষ পর্যন্ত সোহেলের স্বর্ণ জয় ১৩৭-১৩৬ স্কোরে।এসএ গেমস ইতিহাসে সর্বোচ্চ ১৯ স্বর্ণ জয় রেকর্ড এবার বাংলাদেশের। যার নেতৃত্ব ছিল আর্চারদের হাতে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে