এসএ গেমসের সপ্তম দিনে তিনটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। দিনের পথম স্বর্ণ পদক আসে মাবিয়া আক্তার সীমান্তর হাত ধরে। ক্রমান্বয়ে আরো দুটি পদক জেতেন জিয়ারুল ইসলাম ও ফাতেমা মুজিব। এর মধ্যে ভারোত্তোলন শ্রেণীতেই দুই পদক, অন্যটি ফেন্সিংয়ে।
গত তিনদিন পর স্বর্ণ পদকের দেখা পেল বাংলাদেশ। সকালে নারীদের ভারোত্তলন শ্রেণীতে স্বর্ণ জিতেন মাবিয়া আক্তার সীমান্ত। ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন তিনি। পোখারায় এই ইভেন্টে স্বর্ণ পদক জয়ে মাবিয়া পেছেনে ফেলেন শ্রীলঙ্কার প্রিয়ান্থিনীকে। গত এসএ গেমসে সোনা জেতার পর পদক গ্রহণের সময় সীমান্তের কেঁদে ওঠার ভিডিও ভাইরাল হয়েছিল। এছাড়া ৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।
মাবিয়ার পর সুখবর দেয় জিয়ারুল ইসলাম। পুরুষদের ভারোত্তোলনে ৯৬ কেজির শ্রেণিতে স্বর্ণ পদক জয় করেন তিনি। ১২০ কেজি ওজন তোলেন জিয়ারুল। নিকটতম প্রতিদ্বন্দী ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৪২ কেজি।এরপর ফেন্সিংয়ে বাংলাদেশকে সোনার পদক এনে দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবরে ইভেন্টে স্বর্ণ পদক জেতেন তিনি।গত সোমবার সকালে এসএ গেমসের চলতি আসরে দেশের হয়ে প্রথম পদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। ব্যাক্তগত কাতায় তিনি জিতেন ব্রোঞ্জ পদক। একই দিন তায়কোয়ান্দোর পুরুষ এককে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জিতেছেন রাঙ্গামাটির দিপু চাকমা।
পরদিন (৩ ডিসেম্বর) মঙ্গলবার তিনটি স্বর্ণ পদক জয় করেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। সকালে পুরুষদের কারাতেতে স্বর্ণপদক জয় করেন আল আমিন। নারীদের কারাতে স্বর্ণপদক জয় করেন মারজান আক্তার পিয়া ও হোমায়রা আক্তার অন্তরা।এসএ গেমসের ১৩তম আসরে মোট সাতটি স্বর্ণ পদক জয় করেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদক। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৭।
বৈশাখী থেকে














