কুষ্টিয়া প্রতিনিধিঃ গতকাল সন্ধায় পৌরসভার ম,আব্দুর রহিম মিলনায়তনে সদ্য প্রয়াত স্থপতি রবিউল হুসাইন স্মরণে স্মৃতিচারণ, কবিতা পাঠ, আবৃত্তি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি কবি আলম আরা জুই’র সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী।

স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, রবিউল হুসাইন শুধু স্থাপতিই ছিলেন না। তিনি বহুমুখি প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কবিতা, উপন্যাস, শিশুতোষ ও প্রবন্ধ সম্পর্কিত ২৫ টির বেশি গ্রন্থ প্রকাশিত করে গেছেন। এজন্য তাকে কবিতার স্থপতি বলা যায়। মেয়র আরো বলেন, তাঁর নকশার তৈরি উল্লেখযোগ্য বাংলাদেশ কৃষি গবেষনা পরিষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও স্বাধীনতা তোরণ, ভাসানী হল, শেখ হাসিনা হল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ফটক, ওয়াজেদ মিয়া সাইন্স কমপ্লেক্র ভবন, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিন্থর নক্সা ও সংরক্ষন করে গেছেন। এছাড়া কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস নকশা তার হাতে। সেই সাথে তিনি এই বিজয় উল্লাস তৈরিতে সার্বিক সহযোগীতা করেছিলেন। এজন্য তিনি স্থাপত্যের কবি।

স্মরণসভায় আলোচনা করেন কবি সৈয়দ আবদুস সাদিক, এ্যাডভোকেট লালিম হক, আশরাফ উদ্দিন নজু ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সারোয়ার মুর্শেদ রতন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এম আব্দুর রহমান। কবিতা আবৃত্তি করেন শাঙ্খু শেখর চক্রবর্তী, ফিরোজা খানম পান্না, হাসান টুটুল, প্রভা সরকার, জাহিদ হাসান ফয়সাল, সাহীদা পারভীন রেখা, আব্দুল গফফফ্ার বেলাল, শিরীন বানু, আব্দুল আউয়াল, সাবরীনা সাবিহা রুম্পা, আসাদুজ্জামান মান্না, মুন্সী সাঈদ ও রিজউল করিম। উল্লেখ্য, স্থপতি রবিউল হুসাইন স্মরণসভায় আলোচনার আগে তার বিদেহী আত্মার সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে