শোকের আবহে ময়মনসিংহে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি, ছাত্রনেতা ও কবি মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী।আজ (শুক্রবার) সকালে শহরের বাঘমারার ভাটিকাশরে প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শাকিল স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। রয়েছে দিনব্যাপী ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল।

কবি মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার জন্মস্থান ময়মনসিংহে আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করলেন বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনেরা।আজ সকালে নগরীর বাঘমারার ভাটিকাশরে মাহবুবুল হক শাকিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের পক্ষ থেকে। ফুলেল শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, বন্ধু ও সহপাঠীরাও। জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াতের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, মাহবুবুল হক শাকিলের অকালমৃত্যু অপূরণীয় ক্ষতি।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মাহবুবুল হক শাকিল। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতির পাশাপাশি পরিচিতি পান লেখক হিসেবেও। ২০১৬ সালের এই দিনে অকালে মৃত্যুবরণ করেন মাহবুবুল হক শাকিল।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে