বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শততম জন্মবার্ষিকী স্মরণে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০১৯) বেলা সাড়ে ১১টায় কবি হেয়াত মামুদ ভবনে বাংলা বিভাগ সেমিনারটি আয়োজন করে।

‘উনিশ শতকের নবজাগরণ, নারী ভাবনা ও বিদ্যাসাগর’ শিরোনামে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যাসাগর চর্চা ও গবেষণা কেন্দ্র, কলকাতা, ভারতের সমন্বয়ক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, প্রধান আলোচক ছিলেন পশ্চিমবঙ্গ ভারতের উত্তরবঙ্গ বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর উৎপল মন্ডল, বিশেষ আলোচক ছিলেন ভারতের কলকাতা বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর প্রিয়ম্বদা সরকার। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে যৌথভাবে স ালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও ড. নিতাই কুমার ঘোষ। এছাড়াও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে বক্তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। সেমিনারে বাংলা বিভাগের প্রফেসর ড. মো. নাজমুল হক, প্রভাষক মোছাঃ সিরাজাম মুনিরাসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে