চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ৪৫ টাকা কেজি দরে টিসিবির মাধ্যমে পেয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরের পর চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে পেয়াজ বিক্রি শুরু হয়। ক্রেতারা লাইনে দাড়িয়ে পেয়াজ কেনেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্র জানায়, পেয়াজের বাজার নিয়ন্ত্রনে রাখতে চার হাজার কেজি পেয়াজ এসেছে চুয়াডাঙ্গায়। মঙ্গলবার থেকে টিসিবি ডিলারের মাধ্যমে ক্রেতাদের কাছে পেয়াজ বিক্রি শুরু করে। ক্রেতাদের প্রত্যেককে এক কেজি করে পেয়াজ দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার পেয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন।

চুয়াডাঙ্গার নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ জানান, মজুদ থাকা পর্যন্ত প্রতিদিন এক টন করে পেয়াজ বিক্রি করা হবে।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে