কুষ্টিয়া প্রতিনিধিঃ কাজী আরেফ স্মৃতি সংসদের আয়োজনে ও রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় বীর মুক্তিযোদ্ধা জেলা জাসদের সাবেক সভাপতি শাহবুব আলী’র শোকসভা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কারশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সদস্য মো: আবদুল্লাহ, কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড হাফিজ সরকার, সিপিবির সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক গোপা সরকার, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা হাবিবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিলু কবির, কনক চেীধুরী, আরশেদ আলী, কুমারখালী জাসদের সভাপতি এ্যাড. জয়দেব বিশ্বাস, কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।

বক্তাগণ বলেন শাহবুব আলী একটি শোষণ মুক্ত, অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে তার সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করা। অনুষ্ঠানে প্রগতিশীল ও সুশীল সমাজের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করে।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে