১৩তম এসএ গেমসের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। দশরথ স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজনে ৭ দেশের অ্যাথলিট-কর্মকর্তারা মার্চপাস্টে অংশ নেন।
লাল-সবুজের পতাকা বহন করেন গেল আসরের জোড়া স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুল শিলা। যদিও তিনি এবারে প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন না। আসরে ২৫টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে ২৬৩ জন পুরুষ ও ১৯৯ জন নারী অ্যাথলিট।স্বাগতিক নেপালের প্রতিযোগিই সর্বোচ্চ ৫৯৬ জন। নেপালসহ অংশগ্রহনকারী দেশগুলোর সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
গেলবার চারটি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার বেশকিছু ডিসিপ্লিনে ভারত অংশ না নেয়ায় পদক জয়ের সম্ভাবনাও বেড়েছে। ক্রিকেট, ফুটবল, শ্যুটিং, আর্চারিতে স্বর্ণের প্রবল সম্ভবনা লাল-সবুজের। নেপাল গেমসে স্বর্ণের সংখ্যা দুই অঙ্কে পৌঁছাবে বিশ্বাস কর্মকর্তাদের।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














