ঢাকা, মঙ্গলবারঃকবি ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। ভাষা ও সাহিত্যে অনবদ্য অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদকপ্রাপ্ত এই গুণী স্থপতির অকাল প্রয়াণে মন্ত্রী তার শোক বার্তায় বলেন, রবিউল হুসাইনের মৃত্যুতে দেশ একজন কবি, স্থপতি, শিল্প-সমালোচক, প্রাবন্ধিক, সংস্কৃতিকর্মী ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন˝ সংরক্ষককে হারালো।
ড. হাছান প্রয়াত স্থপতি রবিউল হুসাইনের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে