ভারত উপমহাদেশে রং বদলের টেস্টের ইতিহাস লেখা হবে আজ। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে সফরকারী বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। তবে খেলার ফল যাই হোক বর্নিল টেস্ট ক্রিকেটে যাত্রার ইতিহাসে স্বাগতিক ভারতের পাশে চিরকাল লেখা থাকবে বাংলাদেশের নাম।
বর্ণহীন টেস্ট ক্রিকেটের উপমহাদেশে পাল্টানোর আসরটি বসছে আজ কলকাতার ইডেনে। টেস্ট ক্রিকেট মানেই বর্ণহীন দীর্ঘ এক খেলার যে ছবি দৃশ্যপটে ধরা দিত এতোকাল,কাল থেকে শুরু হওয়া সে ম্যাচকে বলা হচ্ছে গোলাপি আসর। উপমহাদেশে প্রথমবারের মতো পিংক বা গোলাপি ক্রিকেট বলে খেলা হবে টেস্ট ম্যাচ তাও সকাল বিকেলে নয়। দিবা রাত্রির খেলা। যা আগে কখনোই উপমহাদেশে হয়নি।
গোলাপি বল বলে ইডেনকেও সাজানো হয়েছে গোলাপি আভায়। শুধু সাদা পোশাকের টেস্টেই নয় ক্রিকেট পাগল দর্শকদের মনে লেগেছে রং। কলকাতায়তো বটেই দেশ থেকে প্রচুর দর্শক যাচ্ছে এই ইতিহাসের স্বাক্ষী হতে। কেন না ইতিহাসের অংশীদার শুধু স্বাগতিক ভারত নয় সফরকারী বাংলাদেশ থাকবে চিরকাল। আর মজার বিষয় হচ্ছে এই ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে ভারতের বাঙ্গালী অধ্যুষিত রাজ্য পশ্চিমবাংলায়। আর এমন একটি সময়ে হচ্ছে যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান একজন বাঙ্গালী, কিংবদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এসব চমকপ্রদ অধ্যায়ের মাঝেও সফরকারী বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ সিরিজ পরাজয় এড়ানো। দুই ম্যাচের সিরিজে প্রথমটায় খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশের ক্রিকেট দল। সেখান থেকে ফিরে আসাই নয় ইডেনের টেস্ট ম্যাচ জয় করে সিরিজে সমতা আনার মতো কঠিন পরীক্ষা নিয়ে গোলাপি টেস্ট লড়তে হবে টাইগারদের।
ইডেন গার্ডেনের উইকেটে থাকবে বাড়তি ঘাস, সাথে যোগ হয়েছে নতুন গোলাপি বলের অজানা আচরণ। ফলে তিন ভারতীয় পেসারকে সামলানোর অঙ্কটা মেলানো নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ টিম ম্যানজম্যান্ট। অন্যদিকে ভারতীয়দের দুর্দান্ত ব্যাটিং লাইন আপও সামাল দিতে বাড়তি দায়িত্ব নিতে হবে দলের পেসারদের।প্রথম টেস্টে দুর্দান্ত জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে ভারত। দারুণ ফর্মে আছেন তাদের তিন পেসার। ব্যাটিং নিয়ে নেই দুশ্চিন্তা। ফলে উপভোগের মন্ত্র নিয়ে এই ঐতিহাসক টেস্ট খেলতে নামবে স্বাগতিক দল। পাঁচদিনের এই দিবারত্রির টেস্ট ম্যাচটি প্রতিদিন দুপুর দেড়টায় শুরু হয়ে , সময়ের হিসেবে শেষ হবে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে প্রথম চারদিনের সব টিকেট।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














