টস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে শুরুর দিকে সঠিক মনে হলেও পরবর্তীতে টাইগার বোলারদের পরীক্ষা নেন ভারতীয় ব্যাটসম্যানরা। ম্যাচের শুরুতেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে ফেরান শফিউল। মাত্র ২ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক। এরপর, শেখর ধাওয়ানকেও ফেরান শফিউল। ১৬ বলে ১৯ করেন ধাওয়ান। দলীয় ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। তবে, বিপ্লব ক্যাচ ফেলায় লাইফ পাওয়া শ্রেয়াস আইয়ার আর রাহুলের পঞ্চাশোর্ধ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫২ রান করা কেএল রাহুলকে আউট করে ব্রেক থ্রু দেন আল আমিন হোসেন।
আফিফের এক ওভারে ব্যাক টু ব্যাক তিন ছয় হাঁকিয়ে ম্যাচের দখলটা নিজেদের দিকে টানেন আইয়ার। এক ওভারে পান্ত আর আইয়ারকে ফিরিয়েছেন সৌম্য। শেষদিকে মানিষ পান্ডে আর শিভাম দুবের তিন ওভারে ৩০ রানের পার্টনারশিপে ভারতের বোর্ডে জমা ১৭৪ রান।টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন জীবন পাওয়া শ্রেয়াস আইয়ার।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। মোসাদ্দেক হোসেন চোটের কারণে খেলতে না পারায় তার জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। আজকের ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের সুযোগ পাবে টিম টাইগার্স।
তথ্যঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














