চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে মারা যান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মঈনউদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি ছিলেন। স্বজনরা জানান, দুই বছর আগে ব্রেইন স্ট্রোক হওয়ার পর গুরুতর অসুস্থ ছিলেন বাদল। হার্টেরও সমস্যা ছিল তার। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য ভারতের নারায়ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দুদিন আগে তাকে আইসিইউতে নেয়া হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে এ পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বাদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। পরে সমাজতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














