দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগে মারা গেছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…)। নিউইয়র্কের একটি হাসপাতালে তিন মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সেখানে জ্যামাইকা মুসলিম সেন্টারে স্থানীয় সময় সোমবার বাদ এশা নামাজে জানাজা। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দেশে এনে দাফনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
চিকিৎসার জন্য ৫ বছর ধরে পরিবারসহ নিউইয়র্কে ছিলেন সাদেক হোসেন খোকা। অবস্থার অবনতি হলে ১৮ অক্টোবর ভর্তি করা হয় নিউইয়র্কের স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে। ২৭ অক্টোবর তার শ্বাসনালি থেকে অপসারণ করা হয় টিউমার। ২৮ অক্টোবর থেকে ছিলেন আইসিইউতে। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। সোমবার নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে মারা যান সাদেক হোসেন খোকা।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দেশে আনতে সরকারের সহায়তা চান বিএনপির মহসচিব।বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। মরদেহ দেশে আনতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














