কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ ফুটবল মাঠে নাইজেরিয়া ও বাংলাদেশের প্রখ্যাত ফুটবলারদের সমন্বয়ে পোড়াদহ ওয়ান্ডার ক্লাবের মধ্যে প্রতিযোগীতা মুলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে ৬-৭ গোলে নাইজেরিয়া দল জয়লাভ করে।

পোড়াদহ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনুর সভাপতিত্বে উক্ত খেলার প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস,এম,তানভির আরাফাত (পিপিএম)। প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় গ্রাম বাংলার জনপ্রিয় এই ফুটবল খেলাটি বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে পুুলিশ সুপার এস,এম তানভীর আরাফাত বলেন মাদককে সমাজ থেকে চিরতরে বিতাড়িত করতে হলে এমন বিশাল আয়োজনে ফুটবল খেলার কোন বিকল্প নেই, ক্রীড়া দেয় সুস্থ্য দেহ সুন্দর মন। মাদককে না বলুন, আর এই ঐতিহ্যবাহী জনপ্রিয় ফুটবল খেলাকে স্বাগতম জানান তিনি।

উক্ত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মিরপুর উপজেলার সাধারন সম্পাদক জনাব আলহাজ্ব কামারুল আরেফীন, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্রী লিংকন বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগ মিরপুর উপজেলার সভাপতি, কুষ্টিয়ার জজ কোর্টের অতিরিক্ত পি,পি,এ্যাড: আলহাজ্ব আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার প্রীতি ফুটবল ম্যাচ বাস্তবায়ন কমিটির আহবায়ক আতিকুজ্জামান বিশ্বাস সাকিল, আওয়ামীলীগ নেতা পি,পি,এ্যাড: আলিমুজ্জামান বিশ্বাস রাজু, পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সবেদ আলী, সাধারন সম্পাদক তৈয়বুর রহমান মন্টু, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, অঙ্গশোভা বস্ত্রবিতানের মালিক বাদশাহ শেঠ, ক্রীড়া সংগঠক আল আমিন সেতু, যুবলীগ নেতা মাসুদুর রহমান, মিরপুর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রাহাতুজ্জামান রাহাত, শ্রমিক লীগের নেতা সেলিম হাসান মেম্বর, বিশিষ্ট ভাষ্যকর ছিলেন হাসানুর রহমান।

খেলা শেষে বিজয়ী দল ও রানার আপ দলকে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়। ফুটবল ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হন জাতীয় দলে ফুটবলার ওয়ান্ডার্স ক্লাবের রাব্বি হাসান।

কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে