মাগুরা প্রতিনিধিঃ আনন্দ ,উল্লাশ আর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে লাখো দর্শকের উপস্থিতিতে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের বৃহত্তম এ নৌকা বাইচ প্রতিযোগীতা এবং গ্রামীন মেলা কে ঘিরে গোটা এলাকা ছিল উৎসব মুখর।

মধুমতি নদীর এলাংখালি ঘাট-বর্তমানে শেখ হাসিনা ব্রীজ ও নদীর দুই পাড়ের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে দোকান-পাট ও বাহারি পণ্যের পসরা সাজিয়ে গ্রামীন মেলা বসে। নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর পাদদেশে আশপাশের ২৩ গ্রামের মানুষসহ পার্শবর্তী যশোর, ঝিনাইদাহ, নড়াইল, ফরিদপুরসহ কয়েকটি জেলার শিশু-কিশোরসহ সব বয়সী লক্ষ্যাধিক নারী-পুরুষ জড়ো হয়। তাদের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘণ ও উৎসব মূখর পরিবেশ।


এ বছর নৌকা বাইচ প্রতিযোগীতায় খুলনা, নড়াইল, ফরিদপুর ও মাগুরার সর্বমোট ১৬ টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় পৃথক দুটি গ্রুপে প্রথম স্থান অধিকার করে খুলনার ভাই-ভাই জলপরি ও কালিশংকরপুরের কবির মিয়ার নৌকা এবং ২য় স্থান অধিকার করে নড়াইলের কাসেম মোল্যার নৌকা ও আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার। এ সময় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান ও মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি উপস্থিত ছিলেন।

গ্রামীন লোকজ ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখে উল্লাসে মেতে উঠে নদী পাড়ের লাখো দর্শক প্রতি বছর এ নৌকা বাইচ দেখতে চায়।

শেখ ইলিয়াস মিথুন,
মাগুরা নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে