টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০০তম ম্যাচ বলে কথা। তাইতো উপলক্ষটা ছিল বেশ বড়। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণের হাজারতম ম্যাচটি খেলার সুযোগই শুধু নয়, ভারতকে হারিয়ে রীতিমত ইতিহাসে নাম লেখালো বাংলাদেশ।

একইসঙ্গে নিজেদেরকে স্মরণীয়ই করে রাখলেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, সৌম্যরা। দলের দুই মহারথী সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত এজন্য যে, আগের আট বারের মোকাবেলায় একবারও জয় ভারতকে হারাতে পারেনি টাইগাররা। প্রতিবেশী এই শক্তিশালী দলের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে নবম ম্যাচে এসে প্রথম জয়টি তুলে নিলো বাংলাদেশ।

ঐতিহাসিক এ ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে টাইগাররা। স্বাগতিকদের করা ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর থেকেই বারবার ম্যাচের ভাগ্য দুলেছে পেন্ডুলামের মতো। তবে শেষ হাসি হেসেছেন দুই ‘ভায়রা ভাই’ মুশফিক ও মাহমুদউল্লাহই।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














