ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩ নভেম্বর ৪৫তম জেল হত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে রবিবার সকাল ১১টায় প্রশাসন ভবন সামনে হতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নেতৃত্বে শোক র‌্যালি।

এ সময় উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারঃ) এস.এম আব্দুল লতিফ এবং বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, সভাপতিবৃন্দ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও অফিস প্রধানসহ সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ। শোক র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনভবনের সামনে ৪৫তম জেল হত্যা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্ট্রার (ভার:) এসএম আব্দুল লতিফ।

জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করবেন কমিটির সন্মানিত আহবায়ক ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে