বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চায় ক্রিকেটাররা। এরইমধ্যে বিসিবিতে পৌঁছেছেন তারা। সব দাবির প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন চান ক্রিকেটাররা। আলোচনা ফলপ্রসূ হলে ভারত সফরসহ ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম চলবে।
ক্রিকেদারদের দাবি ১১ দফা থেকে বেড়ে হয়েছে ১৩ দফা। সেই দাবির তালিকা আজ ই-মেইল ও কুরিয়ারযোগে পাঠিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। গুলশানে সংবাদ সম্মেলন শেষে ক্রিকেটাররা একসঙ্গে বসেন। সেখানে তারা সিদ্ধান্ত নেন বিসিবিতে যাওয়ার এবং বিসিবি কর্মকর্তাদের সঙ্গে দাবি-দাওয়াগুলো নিয়ে বসার।
এর আগে ক্রিকেটারদের ১১ দফা দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট ধর্মঘট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ও কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। চলমান ইস্যু নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাদের।
তথ্যঃ ডিবিসি
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














