বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে একটি মহল। তাদের ইন্ধনেই ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়া। সংকট সমাধানে বিসিবি পরিচালকদের নিয়ে মিরপুরে বিশেষ সভার পর একথা বলেছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ১১ দফা দাবির কোন যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ১১ দফা দাবী মিরপুরে এক হয়েছিলো ক্রিকেটাররা। ২৪ ঘণ্টার ব্যবধানে এবার এক হলেন বিসিবি কর্তারা। ক্রিকেটারদের ১১ দফা দাবীতে কোন যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না বিসিবি সভাপতি। বরং সাকিব, তামিম, মুশফিকদের কাণ্ডে চটেছেন নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্তারা।চলছে জাতীয় ক্রিকেট লিগ। নভেম্বরে প্রথমবার পূর্ণাঙ্গ সফরে ভারত সফরে যাবে বাংলাদেশ। দুইদিন পর সে সফরের প্রস্তুতি শুরু। তার আগে ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডে অন্য কিছুর গন্ধ পাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের পুঁজি করে তৃতীয় পক্ষ সুবিধা নিতে চাইছে, বলছেন পাপন।এক ঘণ্টারও বেশি সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের এই দাবীকে সোজাসাপ্টা ষড়যন্ত্র বলেছেন পাপন। শিগগিরই মাস্টারমাইন্ডকে খুঁজে বের করার ঘোষনা তার।

অতীতের মতো এবারও ক্রিকেটারদের জন্য দরজা খোলা রেখেছে বিসিবি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চায় বোর্ড।এখনই কঠোর কোন সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি। বরং ক্রিকেটারদের কোর্টে বল ঠেলে দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ভারত সফরের ক্যাম্পে ক্রিকেটাররা যোগ দেবেন আশাবাদী বিসিবি সভাপতি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে