আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রকর কালিদাস কর্মকার আর নেই। দুপুরে অচেতন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। কালিদাস কর্মকারের মৃত্যুর সংবাদে শোকের ছাড়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিরীক্ষাপ্রবণতার জন্য বিখ্যাত ছিলেন শিল্পী কালিদাস কর্মকার। চিত্রকর্মে অসামান্য নৈপুণ্যের কারণে শিল্পীমহলে ছিলো বিশেষ স্থান। শুক্রবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য এই চিত্রকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। শিল্পী কালিদাস কর্মকারের মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। শিল্পীর দুই মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। তারা দেশে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানালেন স্বজনেরা। ১৯৪৬ সালে ফরিদপুরে জন্ম গুনী এই শিল্পীর। শৈশব থেকেই আঁকার প্রতি বিশেষ আগ্রহ ছিল তাঁর। সেই আগ্রহ থেকেই ভর্তি হন তৎকালীন চারুকলা ইনস্টিটিউটে। পরবর্তীতে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ সালে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন কালিদাস।

দেশে-বিদেশে শিল্পী কালিদাস কর্মকারের এ পর্যন্ত ৭১টি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সাল থেকে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করে আসছিলেন তিনি। ছিলেন গ্যালারি কসমসের উপদেষ্টা। একুশে পদক ও শিল্পকলা পদকসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন বরেণ্য এই চিত্রকর।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে