কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালিত হয়েছে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের অফিসকক্ষে সহযোগী সংগঠনের সাথে নিয়ে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও কেক কেটে অনুষ্ঠানটি পালন করে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের আহবায়ক আল-মুসলিম আল মাসুম মোর্শেদ শান্ত, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রলীগ কৃষকলীগ শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বলেন আজকের দিনে আমরা শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সমৃদ্ধি ভরে তুলি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














