কুষ্টিয়া প্রতিনিধিঃ সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজনে বাউল ফকির লালন শাহের ১২৯ তম তিরোধান দিবস-২০১৯ এর তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন মরমী সাধক লালন ফকির অসাম্প্রদায়িকতা ও মানবিকতায় কথায় বিশ্বাসী ছিলেন।
লালন ছিলেন একজন ফিলোসিপার। তিনি বলে গেছেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি। প্রায় দুইশত বছর আগের লালনের বাণী আমরা এখন পালন করি,স্বরণ করি। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান,কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি গাজী মাহবুবুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সভাপতি আলম আরা জুঁই,মহান সুরেশ্বর দরবার শরীফ গোলামে গোলামান গাজী মঞ্জুরুল ইসলাম আল সুরেশ্বসী, বিশিষ্ট্য কলামিস্ট ও গবেষক গিয়াস উদ্দিন মিন্টু। প্রধান আলোচক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা বলেন লালনের প্রতিটি গানে মানবতাবাদ কে প্রাধান্য দেওয়া হয়েছে।বাংলাদেশের সংবিধানেও মানুষের সার্বজনিন মানবাধিকার নিশ্চিতের মাধ্যমে লালনের চেতনার প্রতিফলন ঘটেছে।
আলোচক ছিলেন বিশিষ্ট লালন গবেষক ও কুষ্টিয়া বোধোদয়ের সভাপতি এ্যাডভোকেট লালিম হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য এ্যাডভোকেট শহিদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান ও লালন একাডেমির এ্যাডহক কমিটির সদস্য সেলিম হক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ