মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার কাপিসাটি গ্রামের ফটকি নদীতে স্থানীয় যুব সংঘের উদ্যোগে নৌকা বাইছ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনা হেনার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, উপজেলা ভা্ইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ। বিকাল ৪ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ১০টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে আড়পাড়া, সিংড়া, বরইচারা, জাগলা এলাকার হাজার হাজার মানুষ ফটকি নদীর দু’পাড়ে জড়ো হন। প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের আকরাম হোসেনের ‘আল্লার দান’ নৌকা প্রথম স্থান দখল করে জিতে নেয় একটি ফ্রিজ।

একই উপজেলার ওলিয়ার রহমানের ‘রানার তরী ’নামের নৌকা দ্বিতীয় স্থান দখল করে একটি এলইডি টেলিভিশন এবং নড়াইল জেলার পেরুলিয়া গ্রামের নওশের মোল্যার বলাকা নামের নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে পায় নগদ ১৫ হাজার টাকা।ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ উপলক্ষে বসেছিল গ্রামীণ মেলা।

শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে