সিরাজগঞ্জের যমুনা নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বাহারী সব নৌকা নিয়ে এতে অংশ নেন মাঝিরা। আর নৌকাবাইচ দেখতে যমুনার তীরে ঢল নামে দর্শনার্থীদের। মাঝিদের সাথে নেচে গেয়ে আয়োজন মাতিয়ে রাখেন তারা।

বাদ্যের তালে তালে যমুনার উত্তাল ঢেউ ছাপিয়ে ছুটছে সারি সারি নৌকা। নদীর দুই পাড়ে মানুষের উপচেপড়া ভিড়। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকাবাইচের আয়োজনে দেখা মেলে এমন দৃশ্যের। বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকাসহ দূর-দূরান্ত থেকেও আসেন নানা বয়সী মানুষ। এমন আয়োজন উপভোগ করে উচ্ছসিত  তারা। প্রতিযোগিতায় কোশা ও পানসি বিভাগে মোট ৩৫ টি নৌকা অংশ নেয়।  মানুষকে আনন্দ দেয়ার মাঝে নিজেদের স্বার্থকতা খোঁজেন মাঝিরা।

নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। আর স্থানীয় সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে অন্যায় অপকর্ম থেকে দূরে রাখতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে