মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা যুবলীগ ও মেহেরপুর পৌরসভার উদ্যোগে দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কেটেছে। শনিবার রাতে পৌর কালাচাদ হলরুমে কেক কাটেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।
অনুষ্ঠানে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থ বারের মত নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
এসময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর আল মামুন, সৈয়দ মঞ্জরুল কবীর রিপন, শাকিল রাব্বি ইভান, সচিব তৌফিকুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জাহিদ ইকবাল শিমন, যুবলীগ নেতা তানভীর আহমেদ রানা, মাহাবুব ডালিম, শেখ সারাফত, উজ্জল, লিখন, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল শহর ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














