টাঙ্গাইলের কালিহাতীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় রাশেদ তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
রাশেদ উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পিচুরিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে। সে উপজেলা ছাত্রদলের সদস্য।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, অভিযুক্ত ওই যুবক বিভিন্ন সময়ে তার নিজের ব্যবহৃত ফেসবুক আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করে আসছিল। পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক মার্কেট থেকে তাকে আটক করে।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৭ এর ২ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
কে এম মিঠু
টাঙ্গাইল, বিডি টাইমস নিউজ।