খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বরেণ্য সাংবাদিক, এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ দুজনসহ পাঁচজন প্রাণ হারান।
ঈদের ছুটি থাকায় এবার তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন নেই বলে জানা গেছে। ১৯৮৫ সালে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে প্রথম প্রামাণ্যচিত্র আদম সুরত নির্মাণ করেন তারেক মাসুদ। ১৯৯৫ সালে নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর দুটি প্রামাণ্যচিত্র মুক্তির গান ও মুক্তির কথা। ২০০২ সালে নির্মাণ করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না। এই সবগুলো ছবিই তুমুল জনপ্রিয়তা পায়। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা শেষে ওই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির হয়ে কাজ করেছেন তিনি। পরে, দেশের টেলিভিশন সাংবাদিকতার বিকাশে বিশেষ ভূমিকা রাখেন মিশুক মুনীর।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














