একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আটক বরিশালের পটুয়াখালীর ৫ আসামির বিরুদ্ধে আগামী ১৭ মে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।
প্রসিকিউশন পক্ষে এই প্রতিবেদন জমা দিতে সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। এই মামলার পাঁচ আসামি হলেন— মো. ইসহাক সিকদার, আব্দুল গনি, মো. আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা।
এর আগে প্রসিকিউটর তুরিন আফরোজ এই ৫ আসামিকে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। এবং তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে আছেন।
সোমবার আদালতে ছিলেন, প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ১৭ জন নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনো ৮জন বীরঙ্গণা জীবিত রয়েছেন।