মোহাম্মাদ সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চকগোদাদর গ্রামের এক নিরলস পরিশ্রমী মানুষ মোঃ বাহাদুর মোল্লা। বয়স ৫৯ হলেও এখনো তিনি নিজের ঘাম ঝরিয়ে জীবন চালাচ্ছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি একটানা রস বিক্রি করছেন—খেজুর, আখ আর তালের রস। একসময় করতেন কৃষিকাজ, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই কাজ আর সম্ভব হয়নি। তাই এখন এই রস বিক্রিই তার জীবনের একমাত্র অবলম্বন।
বাহাদুর মোল্লার গল্পটা শুধু একজন রস বিক্রেতার নয়, বরং একজন সংগ্রামী বাবার, একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষের গল্প। চার মেয়ে আর এক ছেলেকে নিয়ে তার পরিবার—এই রস বিক্রির আয়ে তিনি মেয়েদের বিয়ে দিয়েছেন, সংসার চালিয়েছেন, সন্তানদের মানুষ করেছেন।
গ্রীষ্মের প্রচণ্ড রোদে যখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, তখনও বাহাদুর মোল্লা দাঁড়িয়ে থাকেন তার ছোট্ট দোকানে। দূরদূরান্ত থেকে মানুষ আসে তার ঠাণ্ডা, সতেজ রসের খোঁজে। তার হাতে তৈরি রস শুধু তৃষ্ণা মেটায় না, মানুষের মুখে হাসি ফোটায় আর তার নিজের পরিবারের মুখেও ভাত তুলে দেয়।
বাহাদুর মোল্লার জীবনের এই সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয়—ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে জীবিকার কোনো কাজই ছোট নয়। তিনি কোনো প্রচারের মুখ নন, কিন্তু নিঃসন্দেহে সমাজের নীরব এক নায়ক। এমন মানুষের গল্পগুলোই আমাদের সাহস আর আশার আলো দেখায়।



























