ইবি প্রতিনিধিঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একই সাথে মৃত্যুবরণকারী তার পরিবারের সকল সদস্যদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার” আয়োজনে শনিবার (৩ আগষ্ট) বিকাল ৬ টায় উক্ত হলে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন কোনো বাঙ্গালী নিজেকে বাঙ্গালী হিসেবে ততক্ষণ দাবী করতে পারে না যতক্ষণ না সে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মগাথা না জানে এটা তার রাজনৈতিক অপরাধ।

বঙ্গবন্ধুকে ২১ বছর নিষিদ্ধ করে রাখা হয়েছিলো কিন্তু আমরা জানি সকল মানুষকে কিছু সময়ের জন্য কিংবা কিছু মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না তাই জাতীর পিতার রক্তের দাবীদার জননেত্রী শেখ হাসিনা ২১ বছর পর বাঙ্গালীর ম্যান্ডেট নিয়ে হাজির হয়েছেন ৪বার ক্ষমতায় এসে ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা গভীর ভাবে বিশ্বাস করি জাতীর পিতার যে খুনীরা বিদেশে পালিয়ে আছে অতিদ্রুত তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে