ইবি প্রতিনিধিঃ শোকের মাস আগষ্টের প্রথম প্রহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জলন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন,পুষ্প্যমাল্য অর্পণসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতি মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

আনুষ্ঠানিকতা শেষে মুর‍্যালের পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. অধ্যাপক শাহীনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।

প্রধান অতিথির বক্তব্য এ উপাচার্য বলেন মুজিব একজন ব্যাক্তি নন, মুজিব একটি দেশ, মুজিব একটি অসম্প্রদায়িক জাতীয়তাবাদী প্রগতিশীল চেতনার নাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিসুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, আইআইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী প্রমুখ।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে