মাগুরা প্রতিনিধিঃ পৌরসভার আয়োজনে ডেঙ্গুরোগ প্রতিরোধে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করেছেন মাগুরা -১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আজ বুধবার সাকালে পৌরসভা চত্বরে তিনি এ উদ্বোধন করেন।

পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্স রেজাউল হক, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।এ সময় সাইফুজ্জামান শিখর বলেন, ডেঙ্গুরোগ প্রতিরোধে মাগুরা পৌরসভার পক্ষথেকে মশক নিধনের পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে প্রত্যকের বাড়ির চার পাশ পরিষ্কার রাখতে হবে। আমাদের নিজেদের ভাল থাকার জন্য। সেই সাথে অভিযোগ বক্স সম্পর্কে তিনি বলেন, আমাদের পর্যন্ত অনেক সময় তৃণমূল পর্যায়ের মানুষ পৌছাতে পারেন না।

তাদের অনেক অভাব অভিযোগ থাকলেও আমাদেরকে বলতে পারেন না। এ সব মানুষের সমস্যা জানতে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। আমরা প্রতি সপ্তাহে এ বক্স খুলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।

শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে