কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দেশটির গণমাধ্যম দ্য স্টার পত্রিকা জানিয়েছে, ৪ জুলাই সিনহা ফোর্ট এরি সীমান্ত দিয়ে কানাডায় প্রবেশ করেন।
পরে শরণার্থী হিসেবে তিনি আশ্রয় প্রার্থনা করেন। গত সপ্তাহে দ্য স্টারের সাথে সাক্ষাতকারে সাবেক প্রধান বিচারপতি বলেন, সক্রিয় বিচারপতি থাকার কারণে তিনি টার্গেটে পরিণত হয়েছিলেন। তার রায়ে আমলাতন্ত্র, প্রশাসন, রাজনীতিবিদ ও সন্ত্রাসীরা ক্ষুব্ধ। একারণে তিনি সবার শত্রুতে পরিণত হন। সরকার তার দেশে ফেরা নিষিদ্ধ ঘোষণা করেছে বলেও দাবি করেন এসকে সিনহা। তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত মামলায় সরকারের পক্ষে রায় না দেয়ায় তাকে নির্বাসিত হতে হয়। এদিকে, সিনহার এই অভিযোগ প্রত্যাখান করেছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান।
ওই পত্রিকাকে তিনি জানান, বাংলাদেশে ছাড়ার পর এসব অসত্য বিবৃতি দিচ্ছেন সিনহা। দেশে ফিরতে তার কোন বাধা নেই । কেবল বিদেশে আশ্রয় পাওয়ার স্বার্থে এস কে সিনহা এমন বক্তব্য দিচ্ছেন বলেও জানান মিজানুর রহমান।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ