38d268e2df019dfcf6bee3302fb5bd34-1 jakia..modi_117405 ModiYogaSM_467137251-800x442 news_picture_20745_modi-2-660x330আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে, মঙ্গলবার চণ্ডীগড়ের ক্যাপিটল কমপ্লেক্স এলাকায় যোগব্যায়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া নিরাপত্তার মধ্যে সারিবদ্ধভাবে বসে, শুয়ে যোগব্যায়াম করা ৩০ হাজারের বেশি লোকের নেতৃত্ব দেন ৬৫ বছর বয়সী মোদি। ধ্যান কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার অংশ হিসেবে তাঁর এই প্রচেষ্টা।

তবে ভারতে দিবসটি পালনে নতুন মাত্রা পেয়েছে। কারণ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই অংশ নিয়েছেন রাজপথের এই যোগে। সাদা রঙের জামা আর তিনরঙা ওড়নাসদৃশ পরিধেয় গলায় জড়িয়ে ৩৫ হাজারের বেশি মানুষের সাথে যোগব্যায়ামে সামনের সারিতে বসেন মোদি। এ সময় মাইক থেকে উচ্চারিত ব্যায়ামের প্রতিটি নির্দেশনা অনুসরণ করে ব্যায়াম করেন তিনি। ২১ জুনকে আন্তর্জাতিক যোগদিবস হিসেবে ঘোষণার জন্য জাতিসঙ্ঘে আহবান জানিয়েছিলেন মোদী নিজেই।  দিবসটি পালন উপলক্ষে দিল্লির কিংস এভিনিউর রাজপথে প্রধান অনুষ্ঠান স্থলে রঙ বেরঙের হাজার হাজার শতরঞ্জি বিছিয়ে দেয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পদস্থ কর্মকর্তা, সেনা সদস্য এবং শিক্ষার্থীসহ ৩৫ হাজারের বেশি মানুষ রাজপথে ৩৫ মিনিটব্যাপী এক যোগব্যায়াম সেশনে অংশ নিয়েছেন। কোনো একক ভেন্যুতে সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা যোগব্যায়াম ক্লাসের নতুন গিনেস বিশ্ব রেকর্ড গড়াই এই আয়োজনের উদ্দেশ্য। ভারতের অন্যান্য শহরে যোগব্যায়ামের এ ধরনের বিভিন্ন আয়োজনে আরো লাখ লাখ লোক অংশ নিতে যাচ্ছেন বলে ধারনা করা হচ্ছে।

ছবি : এএফপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে