জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো সাবেক রাষ্ট্রপতি ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা। সকাল এগারোটার দিকে অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ।

দ্বিতীয় জানাজার জন্য সকাল দশটার দিকে সংসদ এলাকায় আনা হয় এরশাদের মরদেহ। এর আগে থেকেই জানাজায় অংশ নিতে দক্ষিণ প্লাজায় আসতে থাকেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। বৃষ্টির আশংকায় সংসদের দক্ষিণপ্লাজার ভেতরের অংশে জানাজার ব্যবস্থা রাখা হয়। সেখানেই সারিবদ্ধ হন সবাই।সকাল ১০টা ৫০ এর দিকে জানাজাস্থলে পৌঁছান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরপরই শুরু হয় জানাজা।

জানাজা শেষে এরশাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর ডেপুটি স্পিকার, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরশাদকে স্মরণ করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ। কথা বলেন, জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভুঁইয়া।পরে এরশাদের মরদেহ নেয়া হয় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে