কার্যালয় দখলকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদে পরিবহনশ্রমিকদের দু’পক্ষের মধ্যে আবারো দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী থেমে থেমে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের সংঘর্ষের জের ধরে সকাল থেকেই সায়েদাবাদ বাসটার্মিনাল এলাকায় অবস্থান নেন দু’পক্ষের শ্রমিকরা। এরপর সকাল সাড়ে ১১টার দিকে একপক্ষ মিছিল বের করে। এ সময় অপরপক্ষ বাধা দিতে গেলেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। বেলা সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় সংঘর্ষ হয়। এদিকে, দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সকাল থেকেই রাজধানীর গুলিস্তান ও সায়েদাবাদ বাসটার্মিনাল থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যানবাহন সংকটে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
যাত্রীরা জানান, সকাল থেকে সায়েদাবাদ বাসটার্মিনাল থেকে স্বল্প-পাল্লার কোনো ধরণের বাস ছেড়ে যায়নি। এতে চরম বিপাকে পড়েন অফিসগামী সাধারণ মানুষ।