মানবিক সংকটে মিরপুরের বিসিআইসি আবাসিক এলাকার বাসিন্দারা। আবাসিক এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরমে।

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড সংলগ্ন বিসিআইসি কলেজের বিপরীতে অবস্থিত বিসিআইসি কর্পোরেশনের একটি আবাসিক এলাকা। এলাকাটি ঘিরে রয়েছে কামাল হাউজিং, কুমির শাহের মাজার, স্থানীয় কবরস্থান ও গ্রীন সিটি আবাসিক এলাকা। এই জনবহুল এলাকাগুলোর একমাত্র প্রবেশপথটি মূল সড়ক থেকে বিসিআইসি রোড ধরে এগিয়ে গেছে।

দীর্ঘ প্রায় দেড় দশক ধরে এলাকাবাসী এই একটি পথ ব্যবহার করেই যাতায়াত করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে মূল প্রবেশ মুখে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকান ও স্থাপনা এ যাতায়াতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু যান চলাচলেই বিঘ্ন ঘটছে না, বরং হঠাৎ অসুস্থ কেউ হাসপাতালে নেওয়া বা জরুরি পরিস্থিতিতেও সময়মতো সেবা পাওয়া কঠিন হয়ে পড়ছে।

এলাকাবাসীরা জানিয়েছেন, বিষয়টি বিসিআইসি’র স্থানীয় কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও, তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বরং স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ উদাসীন থেকে উল্টো স্থাপনা বৃদ্ধির পথ উন্মুক্ত রেখেছে।

এছাড়া দীর্ঘদিন ধরে মূল রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে প্রতিদিনই শিশু, বৃদ্ধ এবং রোগীদের চলাফেরায় বিপদ বাড়ছে। যানবাহনেরও নষ্ট হওয়ার ঝুঁকি থাকায় পরিবহন ব্যয় বাড়ছে, যা ভোগান্তিকে আরও প্রকট করছে।

মানবিক বিবেচনায় এলাকাবাসীর জোর দাবি—
১. মূল প্রবেশপথের সব অবৈধ দোকান ও স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে।
২. গুরুত্বপূর্ণ এই সড়কটিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় এনে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

এলাকাবাসী আশা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাদের স্বাভাবিক চলাচলের অধিকার নিশ্চিত করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে